এখনও সুদিন ফেরেনি বন্যাবিধ্বস্ত আসামে। অব্যাহত জনসাধারণের দুরবস্থা। বানভাসি জলে ভাসছেন সাত জেলার প্রায় তিন লক্ষ মানুষ। ত্রাণশিবির ছেড়ে এখনও বাড়ি ফিরতে পারেননি প্রায় ২০ হাজার মানুষ। ৩৪ জেলাই কমবেশি ক্ষতিগ্রস্ত। বন্যার দাপট ক্রমশ কমছে। নামছে জল। নতুন করে কোনও মৃত্যুর খবরও আসেনি বলে বিপর্যয় মোকাবিলা দফতর সূত্রে জানানো হয়েছে।
রাজ্য সরকার সূত্রে খবর, আসামের সাতটি জেলার ২,৯২,২৬৯ জন মানুষ এখনও বন্যার জলে ভাসছেন। তাঁদের ঘরবাড়ি, কৃষিজমি সবই জলের তলায়। নতুন করে কারও মৃত্যু না হওয়ায় মৃতের সংখ্যা এখনও ১৯২-তেই আটকে। তার মধ্যে ১৭৩ জন বন্যায় প্রাণ হারিয়েছেন, ১৯ জনের মৃত্যু হয়েছে ধসে।
উল্লেখ্য, পর্যন্ত বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত ন’টি জেলা হল কাছাড়, চিরাং, ডিমা হাসাও, গোলাঘাট, হাইলাকান্দি, মোরিগাঁও, নগাঁও, শিবসাগর এবং তামুলপুর। কাছাড়, চিরাং, ডিমা হাসাও, মোরিগাঁও এবং তামুলপুরের মোট ৮৩টি ত্রাণশিবিরে এখনও থাকতে বাধ্য হচ্ছেন ১৯,২৩৭ জন। তাদের মধ্যে রয়েছে পাঁচ হাজারের বেশি শিশু।