এবার বেজায় অস্বস্তিতে পড়তে হল বঙ্গ বিজেপিকে। কারণ ভরা বৈঠকে এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুর মুখে শোনা গেল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান। প্রসঙ্গত, দলীয় বৈঠকে ভারতমাতা কি জয় বলাই দস্তুর গেরুয়া শিবিরের নেতা-নেত্রীদের। কিন্তু দ্রৌপদী মুর্মু তার সঙ্গে মঙ্গলবার যোগ করলেন ‘জয় ভারত, জয় বাংলা’।
রাজ্যের দলীয় সাংসদ ও বিধায়কদের কাছে ভোট চাইতে এসে তিনি বলেন, ‘ভারতমাতা কি জয়, জয় ভারত, জয় বাংলা।’ বরাবরই তাঁর সভায় ভাষণ শেষে এই ‘জয় বাংলা’ স্লোগান দেন তৃণমূল নেত্রী। সূত্রের খবর, গতকাল রাজ্য সফরে এসে মমতার সেই জনপ্রিয় স্লোগান এনডিএ রাষ্ট্রপতি পদপ্রার্থীর মুখে শুনে হতভম্ব বিজেপি নেতারা। শুধু তাই নয়, দৌপদীর গলায় মমতার স্লোগান নিয়ে রাজনৈতিক মহলেও জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে।