সোমবার নতুন সংসদ ভবনে অশোকস্তম্ভের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তারপর থেকেই শুরু হয়েছে বিতর্ক। তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকারের দাবি, জাতীয় প্রতীকের অবমাননা করা হয়েছে। নতুন সংসদ ভবনের অতিকায় ব্রোঞ্জ নির্মিত স্তম্ভের সিংহগুলিকে বিকৃত করা হয়েছে বলে অভিযোগ তুলেছে অন্যান্য বিরোধী দলগুলিও।
এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। বুধবার সকাল দশটা নাগাদ ফেসবুকে তিনি লেখেন, ‘সিংঘমটার হাঁ করা মুখে পরিমাণ মতো লালা থাকলে বেশ লাগতো।’ এই বক্তব্যের মাধ্যমেই অশোকস্তম্ভ বিতর্ক নিয়ে খোঁচা দিলেন টলিউড তারকা। এমনটাই মনে করা হচ্ছে। ‘সিংঘম’ শব্দের মাধ্যমে তিনি অশোকস্তম্ভের সিংহকেই বোঝাতে চেয়েছেন বলে মত নেটিজেনদের।