লীনা মণিমেকালাইয়ের ‘কালী’ তথ্যচিত্রের পোস্টার নিয়ে বিতর্ক তুঙ্গে। বিভিন্ন রাজ্যে তাঁর নামে এফআইআর দায়ের করেছে বিজেপি। এবার এই নিয়ে মুখ খুললেন তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয়। তিনি বলেন, ‘নিজেদের মুখেই কালি মেখে চলছে বিজেপি’।
সম্প্রতি বিজেপি ছেড়ে ঘাসফুল শিবিরে যোগদান করেছেন বাবুল সুপ্রিয়। এরপর থেকে একাধিক সময়ে নিজের পুরনো দলের বিরুদ্ধে আক্রমণাত্মক মেজাজে দেখা যায় বাবুলকে। সম্প্রতি মা কালী বিতর্কে সেই আক্রমণাত্মক মেজাজেই এদিন ধরা দিলেন তৃণমূল নেতা।
বাবুলের দাবি, ‘কালী বিতর্কে একাধিক বিতর্কিত পদক্ষেপের দ্বারা বিজেপি আসলে নিজেদের মুখেই কালি মেখে চলেছে। আসলে বাঙালিকে মূর্খ বলে মনে করে বিজেপি। ওরা কখনোই আমাদেরকে বুঝতে পারবে না’।
উল্লেখ্য, কয়েকদিন পূর্বে মা কালী তথ্যচিত্র এবং সেই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় একটি বিতর্কিত পোস্টার শেয়ার করার পর থেকেই গোটা দেশজুড়ে বিতর্কের পরিস্থিতি সৃষ্টি হয়। একটি ছবিতে মা কালীকে সিগারেট খেতে দেখার ফলের প্রতিবাদে সামিল হয় বহু মানুষ।