দু’বছর করোনার বাতাবরণের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সবকিছু। মানুষজন নিজেদের পুরনো ছন্দে ফিরছে। তবে করোনা আতঙ্ক পুরোপুরি কেটে যায়নি। ইতিমধ্যে শোনা গেছে বহু মানুষ সংক্রমিত হয়েছে। এবার করোনা থাবা বসাল নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের শরীরে। চিকিৎসকদের পরামর্শে এখন শান্তিনিকেতনে নিজের বাড়ি প্রতীচীতেই আইসোলেশনে রয়েছেন তিনি। সেখানেই চলছে তাঁর চিকিৎসা। গত পয়লা জুলাই শান্তিনিকেতনে নিজের বাড়িতে আসেন অমর্ত্য সেন। লকডাউনের জেরে পৈতৃক ভিটেতে আসা হচ্ছিল না তাঁর। প্রায় দু’বছর পর এ মাসেই শান্তিনিকেতনে আসেন তিনি। কোভিড সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে খুব একটা বাইরেও যাচ্ছিলেন না। এমনকী কারও সঙ্গে দেখা সাক্ষাৎও খুব কম করছিলেন। সূত্রের খবর, শনিবার শান্তিনিকেতনের বাড়ি থেকে কলকাতা যাওয়ার কথা ছিল অমর্ত্য সেনের। সেখানে একটি অনুষ্ঠানে যোগ দিতেন তিনি। আবার ১০ জুলাই অর্থাৎ আগামী কাল লন্ডনের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু কোভিড আক্রান্ত হওয়ায় সে সবই সাময়িক বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে।
৮৯ বছর বয়সি অমর্ত্য সেন কয়েক দিন আগে বিদেশ থেকে ফিরেছেন। এখন শান্তিনিকেতনের বাড়িতে রয়েছেন। সেখানেই করোনা ধরা পড়ে তাঁর। করোনা আক্রান্ত নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। দিন কয়েক আগেই বিদেশ থেকে শান্তিনিকেতনের পৈতৃক বাড়ি ‘প্রতীচী’তে ফিরেছেন তিনি। সূত্রের খবর, বেশ কিছু দিন ধরে অসুখে ভুগছিলেন। তাঁর বার্ধ্যক্যজনিত অসুখ রয়েছে। তবে চিকিৎসকের পরামর্শ মেনে বাড়িতেই করোনা পরীক্ষা করেছিলেন তিনি। সেখানে তাঁর কোভিড পজিটিভ আসে বলে খবর। চিকিৎকের পরামর্শ মেনে, বাড়িতেই রয়েছেন অমর্ত্য। আগামী সোমবার তাঁর আবার করোনা পরীক্ষা করা হবে বলে খবর। করোনার কারণে বাইরে খুব একটা দেখা যায়নি অশীতিপর অর্থনীতিবিদকে। শান্তিনিকেতনের পৈতৃক বাড়িতেই তিনি প্রায় দু’বছর আসেননি। সূত্রের খবর, গত শনিবার শান্তিনিকেতনে আসেন অমর্ত্য। তার মধ্যে তাঁর এই অসুস্থতার খবরে টুইট করেছে দ্রুত আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী টুইটারে লেখেন, ‘শ্রদ্ধেয় অমর্ত্য দা, আমরা সকলেই আন্তরিক ভাবে প্রার্থনা করছি, আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন।’