বিরল ঘটনার সাক্ষী রইল ভূস্বর্গ। বর্তমানে সেখা
চলছে অমরনাথ যাত্রা। সেই কারণেই জম্মু-কাশ্মীরকে মুড়িয়ে রাখা হয়েছে নিরাপত্তার চাদরে। যেকোনো ধরণের সন্ত্রাসবাদী কার্যকলাপ রুখতে জোর কদমে চলছে সন্ত্রাসবাদ বিরোধী অভিযান। জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় নিরাপত্তা বাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানের অসয় তাদের বাবা-মায়ের আবেদনে আত্মসমর্পণ করেছে সময় দুই সন্ত্রাসবাদী! শুনতে অবাক হলেও সত্যি। আজ বুধবার সকালে সন্ত্রাসবাদ দমনে হাদিগাম গ্রামে অভিযান চালানোর সময়েই এই ঘটনা ঘটেছে বলেই জানিয়েছে জম্মু-কাশ্মীর পুলিশ।
এদিন অফিসিয়াল হ্যান্ডেল থেকে টুইট করে কাশ্মীর পুলিশ জানিয়েছে, কুলগামের হাদিগাম এলাকায় এনকাউন্টার শুরু হয়েছে। পুলিশ এবং নিরাপত্তা বাহিনী কাজ করছে। আরও বিস্তারিত জানা যাবে। পুলিশ জানিয়েছে, অভিযানের মাঝখানে, সেনাবাহিনী দ্বারা বেষ্টিত দুই সন্ত্রাসবাদীর বাবা-মাকে নিয়ে আসা হয়েছিল। বাবা-মা তাদের সন্তানদের আত্মসমর্পণের জন্য অনুরোধ করেছিল। বাবা-মায়ের কথা মেনে আত্মসমর্পণ করে বলেই পুলিশ জানিয়েছে। দুই জঙ্গীর কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। বাবা-মা যদি সচেতন থাকেন তবে জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদ অনেকটাই কম হবে, এমনই জানিয়েছেন সুরক্ষাকর্তারা।