পিএসি-র চেয়ারম্যান পদ থেকে মুকুল রায় ইস্তফা দেওয়ার পর নতুন পিএসি চেয়ারম্যান করা হয়েছে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে। যা নিয়ে বিজেপির বক্তব্য, কৃষ্ণ কল্যাণী তাদের টিকিটে জিতে তৃণমূলে যোগ দিয়েছেন। ইতিমধ্যে আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছে তারা। এদিন তা নিয়েই কটাক্ষ করলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
বিজেপির আদালতে যাওয়ার হুঁশিয়ারি নিয়ে স্পিকার বলেন, ‘ওরা সমস্ত বিষয় ঠেলতে ঠেলতে আদালতে নিয়ে যাচ্ছে। আমার বলা উচিত নয় তাও বলছি। রাজনৈতিক লড়াই রাজনীতর ময়দানেই হওয়া উচিত। আমারে মনে হয় রাজ্যে আন্দোলনের জায়গা সংকীর্ণ হয়ে যাচ্ছে। তাই সব কিছু নিয়ে আদালতে যাচ্ছে।’
বিমানবাবু আরও বলেন, কৃষ্ণ কল্যাণী খাতায় কলমে এখনও বিজেপির বিধায়ক। তিনি যে অন্যদলে গিয়েছেন এমন কোনও প্রমাণ বিধানসভার কাছে নেই।