শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এবার স্লোগান তুললেন হিন্দু মহাসভার সদস্যরা। বুধবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে ভবানীপুরের একটি কর্মসূচিতে যোগ দিতে এসেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানেই উপস্থিত হয়ে ‘গদ্দার’, ‘চোর চোর চোরটা নন্দীগ্রামের লোকটা’ স্লোগান দেন হিন্দু মহাসভার সদস্যরা।
বুধবার ভবানীপুরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২১ তম জন্মদিবস ঘিরে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তাঁর বাসভবনে শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন হিন্দু মহাসভার সদস্যরা। ১১ টার পর তাঁদের অনুষ্ঠান শুরু হয়। প্রথমে শ্যামাপ্রসাদের মূর্তিতে মাল্যদান করেন তাঁরা।
এ পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু তারপরই যেন তাল কাটল। বাসভবনের বাইরে একাধিক পোস্টার। যাতে শ্যামাপ্রসাদকে নিয়ে রাজনীতি না করার বার্তা তো রয়েইছে, নাম না করে যাঁকে নিশানা করা হয়েছে, তিনি শুভেন্দু অধিকারী। এসব পোস্টার দেখিয়ে হিন্দু মহাসভার তরফে বক্তব্য পেশ করতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপির একদল সমর্থক হইহই করে কার্যত তেড়ে আসেন। পালটা হুঁশিয়ারিতে তপ্ত পরিস্থিতি সামলাতে পুলিশকে আসরে নামতে হয়। এমন বিক্ষোভের মুখে পড়ে হিন্দু মহাসভার দাবি, ‘এটাই বিজেপির কালচার’।