‘কালী’ তথ্যচিত্র নিয়ে বিতর্ক অব্যাহত। এবার তথ্যচিত্রের পরিচালক লীনা মণিমেকলেইয়ের মুণ্ডচ্ছেদের হুমকি দিলেন অযোধ্যার এক মহন্ত অর্থাৎ পুরোহিত। লীনা এবং তাঁর তথ্যচিত্রের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে এর ফল ভুগতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
গত মাসে টুইটারে ‘কালী’ তথ্যচিত্রের পোস্টার টুইট করেছিলেন লীনা মণিমেকলেই। তারপর থেকেই ধীরে ধীরে নেটিজেনদের মধ্যে ক্ষোভ জমতে শুরু করে। পোস্টারে দেখানো মা কালীর বেশে এক অভিনেত্রীর হাতে সিগারেট ও পিছনে এলজিবিটিকিউ-এর রেনবো পতাকা ব্যবহার করায় পরিচালককে একহাত নিচ্ছেন নেটিজেনরা। হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই মণি মণিমেকলেইয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দিল্লি ও উত্তর প্রদেশের পুলিশ।
এমন পরিস্থিতিতেই মণি মণিমেকলেইয়ের মুণ্ডচ্ছেদের হুমকি দিয়েছেন অযোধ্যার হনুমান গঢ়ি মন্দিরের মহন্ত রাজু দাস। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ‘কালী’ তথ্যচিত্রকে নিষিদ্ধ করার দাবি জানান তিনি। এর পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানান।