এবার দুই রাজ্যের মধ্যে গাড়ি চলাচলে নয়া মৌ চুক্তি স্বাক্ষরিত হওয়ায় কেটে বাংলা ও সিকিমের পরিবহণ জট। আজ শিলিগুড়িতে এই মৌ চুক্তি সাক্ষরিত হল। যার ফলে উত্তরের পর্যটনের মানচিত্রে নতুন মাত্রা যোগ হল। এতে বাড়তি সুবিধে পাবেন পর্যটকেরা। এখন থেকে বাংলার যে কোনও গাড়ি পর্যটকদের নিয়ে সরাসরি সিকিমের যে কোনও পর্যটনকেন্দ্রে পৌঁছতে পারবে। তেমনই সিকিমের নম্বর প্লেটের গাড়িও বাংলার যে কোনো ট্যুরিস্ট ডেস্টিনেশনে পৌঁছতে পারবে। তবে স্থানীয় সাইট সিনের জন্য পর্যটকদের স্থানীয় গাড়ি নিতে হবে।
শুধু তাই নয়। দুই রাজ্যের মধ্যে সরকারি বাসের সংখ্যা যেমন বাড়ছে, তেমনি বেসরকারি পর্যটক বোঝাই গাড়ির সংখ্যাও কয়েকগুণ বাড়ছে। এর ফলে দুই রাজ্যের রাজস্ব আদায়ও বাড়বে কয়েকগুণ। দুই রাজ্যের মধ্যে গাড়ি চলাচলের ক্ষেত্রেও কোনও করের বোঝা আর বইতে হবে না। তবে নাথুলা বা অন্য কোনো নিরাপত্তার ঘেরাটোপে থাকা সিকিমের স্পটগুলো এই চুক্তির বাইরে থাকছে। বাংলার পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘এই চুক্তিতে পর্যটনে আরও জোয়ার আসবে।’ অন্যদিকে, সিকিমের পরিবহণ মন্ত্রী সঞ্জিত খারেল বলেন, ‘আজ দুই রাজ্যের জন্য এক ঐতিহাসিক দিন। এই চুক্তি দুই রাজ্যের সম্পর্ক আরও দৃঢ় করবে।’