তথ্য বলছে, রাজ্যে ২০১৫ সালে দুর্ঘটনা ঘটেছে ১৩২০৮টি। এবং তাতে মৃত্যু হয়েছে ৬২৩৪ জনের। ২০১৬ সালে দুর্ঘটনা ঘটেছে ১৩৫৮০টি। মৃত্যু হয়েছে ৬৫৪৪ জনের। ২০১৭ সালে দুর্ঘটনা ঘটেছে ১১৬৩১টি। মৃত্যু হয়েছে ৫৭৬৯ জনের। ২০১৮ সালে দুর্ঘটনা ঘটেছে ১২৭০৫ টি। মৃত্যু হয়েছে ৫৭১১ জন। ২০১৯ সালে দুর্ঘটনা ঘটেছে ১০১৫৮টি। মৃত্যু হয়েছে ৫৫০০ জনের। তাই এবার পথ দুর্ঘটনা রুখতে অভিন্ন গতি নীতি নিতে চলেছে মমতা সরকার। শীঘ্রই মন্ত্রীসভায় এই অনুমোদন পেশ হতে চলেছে।
পূর্ত, পরিবহণ, স্বাস্থ্য, শিক্ষা, পুলিশ দফতরের সঙ্গে কথা বলে রিপোর্ট তৈরি করেছে খড়গপুর আইআইটি। ইতিমধ্যেই জমা পড়েছে এই রিপোর্ট। কোন এলাকায় কত গতি হবে? কোন সময় কত গতি হবে? হাইওয়ে ট্রাফিক ম্যানেজমেন্ট কি হবে? সবটাই উল্লেখ করা হয়েছে এই রিপোর্টে। জানা গিয়েছে সেফ ড্রাইভ, সেভ লাইফ প্রকল্পে যুক্ত হবে এই গতি নিয়ন্ত্রণের ব্যবস্থা। দুর্ঘটনা রোধে এই ব্যবস্থা আনা হবে। ইতিমধ্যেই খড়গপুর আইআইটি এই বিষয়ে কাজ শুরু করেছে। রাজ্যের পরিবহণ, স্বাস্থ্য, শিক্ষা, পূর্ত দফতর-সহ একাধিক বিভাগের সাথে কথা। কোন রাস্তায় কত গতি, কোন এলাকায় কত গতি তা নির্দিষ্ট করা হবে। এর ফলে দুর্ঘটনা রোধ করা যাবে বলে মত গণ পরিবহণ বিশেষজ্ঞদের।