শিক্ষক ছাঁটাই ইস্যু নিয়ে ফের বড়সড় বিতর্কের মুখে বিজেপিশাসিত ত্রিপুরা। এবার ছাঁটাই করা শিক্ষকদের প্রাণসংশয়ের আশঙ্কা ঘনীভূত হল। সোমবার বিক্ষোভ প্রদর্শন করেছে ছাঁটাই করা স্কুল শিক্ষকদের একটি দল। গত মাসে বিধানসভা উপ-নির্বাচনের ফলাফল ঘোষণা করার পর থেকে হামলার সম্মুখীন হতে হয়েছে তাঁদেরকে, এমনই অভিযোগ। পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার জে রেড্ডির হস্তক্ষেপ চেয়েছেন তাঁরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে একটি দলের নেত্রী ডালিয়া দাস বলেন, “যারা আমাদের ওপর হামলা করেছে, তাদের সনাক্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানাচ্ছি।” পাশাপাশি তিনি এও বলেন, “আমাদের কিছু শিক্ষক ২৬শে জুন উপনির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে দুর্বৃত্তদের আক্রমণের সম্মুখীন হয়েছে। আমরা কেন হামলার শিকার হচ্ছি? আমরা এসপির কাছে আমাদের নিরাপত্তা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছি। তিনি আমাদের আশ্বাস দিয়েছেন।”
প্রসঙ্গত, বিগত ২০১৪ সালে ত্রিপুরা হাইকোর্টের একটি আদেশ অনুসারে একটি ত্রুটিপূর্ণ নিয়োগ প্রক্রিয়ার কারণে প্রায় ১০ হাজার ৩২৩ স্কুল শিক্ষককে বরখাস্ত করা হয়েছিল। যদিও ২০১০ সাল থেকে বিভিন্ন ধাপে নিয়োগ করা হয়েছিল বলে জানা যায়। ক্ষুব্ধ শিক্ষকদের মতে, পশ্চিম ত্রিপুরা জেলার রামনগর, গাঙ্গাইল, অরূন্ধতি নগর এবং সুরজাপাড়া এলাকায় বেশির ভাগ হামলার ঘটনা ঘটেছে। তবে এখনও পর্যন্ত পুলিশের তরফে কিছুই করা হয়নি বলে অভিযোগ।”আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের আশ্বস্ত করেছিলেন। কিন্তু কিছুই করা হয়নি। আশা করছি আমাদের নতুন মুখ্যমন্ত্রী বিষয়টিকে ঠিকভাবে দেখবেন”, জানিয়েছেন জনৈক শিক্ষক।