ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল সোমবার ভবিষ্যৎবাণী করেছেন যে কেন্দ্রীয় সংস্থাগুলি আর মহারাষ্ট্রকে টার্গেট করবে না এবং এখন অন্য অ-বিজেপি রাজ্যগুলিতে নজর দেবে। তিনি আরও বলেছেন যে নূপুর শর্মার মন্তব্যের কারণে দেশে অশান্তি এড়ানো যেত যদি প্রধানমন্ত্রী মোদী বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শান্তির আবেদন করতেন।
একটি সমাবেশে ভাষণ দেওয়ার সময়, বাঘেল বলেন, ‘এখন লক্ষ্য মহারাষ্ট্র হবে না, সমস্ত ইডি, সিবিআই, আইটি অফিসগুলি ঝাড়খণ্ড, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, রাজস্থান বা দক্ষিণ রাজ্যগুলিতে সক্রিয় হয়ে উঠবে।” তিনি দাবি করেন, “মোদী সরকারের গত আট বছরে, একটিও বিজেপি শাসিত রাজ্যের বিরুদ্ধে কোনও মামলা হয়নি। এটি সরকারি সংস্থার অপব্যবহার’।
ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর মন্তব্য মহারাষ্ট্রে সরকার পরিবর্তনের পরিপ্রেক্ষিতে এসেছে যেখানে মহা বিকাশ আঘাড়ি নেতারা যেমন সঞ্জয় রাউত, নবাব মালিক, অনিল দেশমুখ, ইত্যাদি তদন্তকারী সংস্থাগুলির স্ক্যানারে রয়েছেন। নবী মহম্মদ সম্পর্কে প্রাক্তন বিজেপি মুখপাত্র নুপুর শর্মার মন্তব্য নিয়ে বিতর্কের বিষয়ে কথা বলতে গিয়ে, ভূপেশ বাঘেল বলেন, ‘বিজেপির নুপুর শর্মার একটি বক্তব্যের কারণে পুরো দেশের পরিবেশ বিপর্যস্ত হয়েছে। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রী জাতির উদ্দেশে ভাষণে শান্তির জন্য আবেদন করলে, যেমন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বারবার বলেছেন, দেশ অশান্তির মধ্যে থাকত না’।