সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে আবারও অশান্তি পাকানোর চেষ্টা হল ভাঙড়ের বুকে। মঙ্গলবার সকালে কলকাতার অদূরে ভাঙড়ে আবারও মাথাচাড়া দিয়ে ওঠে পাওয়ার গ্রিড আন্দোলন। এদিন সকালে পাওয়ার গ্রিডের গেটে তালা লাগিয়ে নতুন করে আন্দোলন শুরু করে জমি কমিটি।
তাদের মূল দাবি ভাঙড়ের জমি-জীবিকা-বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির সঙ্গে রাজ্য সরকার যে চুক্তি করেছিল, তা মানা হয়নি। সেই দাবি আদায়ের লক্ষ্যেই এদিন অবস্থান বিক্ষোভের পথে নেমেছেন আন্দোলনকারীরা, এমনটাই তাঁরা জানিয়েছেন। দাবিপূরণ না হওয়া অবধি যে এই আন্দোলন চলবে তা জানিয়ে দিয়েছে কমিটি। আর এই ঘটনা দেখেই রাজ্য সরকারের তরফে কড়া বার্তা দিয়েছেন কলকাতার মেয়র তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন, পরিবহণ ও আবাসন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম।
আন্দোলনকারীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে ফিরহাদ বলেন, ‘রাজ্য সরকার কোনও চুক্তিই লঙ্ঘণ করেনি। কিন্তু আন্দোলনকারীদের এটা বুঝতে হবে যে চুক্তি হয়ে গেল মানেই রাতারাতি এলাকার ভোল বদলে গেল এমন নয়। রাজ্য সরকারকে সময় দিতে হবে। ওই এলাকার উন্নয়নের জন্য যা যা করার দরকার তা করা হবে। সেই প্রক্রিয়া আগেই শুরু হয়ে গিয়েছে। আন্দোলনকারীদের ধৈর্য ধরতে হবে। আর কেউ যদি ইচ্ছাকৃতভাবে এলাকা নতুন করে অশান্ত করে তোলার চেষ্টা করে তাহলে রাজ্য সরকারও তা কড়া ভাবেই বুঝে নেবে।’