মুম্বইয়ের মেরিন ড্রাইভের ন্যায় এবার বাংলাও পেতে চলেছে মেরিন ড্রাইভ। সৌজন্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প। যার ফলে সটান পৌঁছে যাওয়া যাবে দিঘা থেকে মন্দারমণি। কাজ প্রায় শেষের দিকে, খুব শিগগিরই এর উদ্বোধন হবে।
প্রসঙ্গত, দিঘা থেকে মন্দারমণি পর্যন্ত চোখধাঁধানো মেরিন ড্রাইভ তৈরি করেছে রাজ্য সরকার। ২০১৫ সালে দিঘায় মেরিন ড্রাইভের পরিকল্পনার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। নাম দিয়েছিলেন ‘সৈকত সরণি’। এই প্রকল্পে বরাদ্দ হয়েছিল ৭০ কোটি টাকা। মুম্বইয়ের ধাঁচে তৈরি এই মেরিন ড্রাইভ ৩০ কিলোমিটার লম্বা। মুম্বইতে যে মেরিন ড্রাইভ আছে তার দৈর্ঘ্য মাত্র ৩ কিলোমিটার। দিঘা থেকে শঙ্করপুর হয়ে তাজপুর ছুঁয়ে বাংলার মেরিন ড্রাইভ সোজা পৌঁছে দেবে মন্দারমণিতে। সমুদ্রের ধার ঘেঁষে মসৃণ ঝাঁ চকচকে এই রাস্তা যে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে, তা বলাই বাহুল্য।