বিএসপি সাংসদ অতুল কুমার সিংয়ের জামিনের আরজি নাকচ করে এবার অপরাধীদের রাজনীতিতে ‘আশ্রয়’ নিয়ে ক্ষোভ উগরে দিল এলাহাবাদ হাইকোর্ট। আদালতের লখনউ বেঞ্চের পর্যবেক্ষণ, এদেশে নেতা, অপরাধী এবং আমলাদের মধ্যে একটা অশুভ আঁতাত চলছে। যেটা বন্ধ হওয়া দরকার।
তাদের মতে, ‘কেউ অস্বীকার করতে পারবে না যে আজকের দিনে রাজনীতি অপরাধীতে ছেয়ে গিয়েছে। ব্যক্তি রাজনীতি, বাহুবল, টাকা, নেটওয়ার্ক, রাজনীতি এবং অপরাধজগতের আঁতাত এসবই সুস্থ গণতান্ত্রিক মূল্যবোধ এবং আইনের শাসন স্থাপন করার পথে বাধা হয়ে দাঁড়ায়। আজকের দিনে লোকসভা, বিধানসভা থেকে শুরু করে পঞ্চায়েতের মতো স্থানীয় নির্বাচনও প্রচুর ব্যয়বহুল।’ আদালতের সাফ কথা, ‘সংগঠিত অপরাধ, রাজনীতিবিদ এবং আমলাদের মধ্যে একটা অশুভ আঁতাত তৈরি হয়েছে। যার জেরে প্রশাসন এবং বিচারব্যবস্থার উপর মানুষ আস্থা হারাচ্ছে।’