শেষমেশ খারিজ হয়ে গেলে ছাত্রছাত্রীদের আবেদন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে অফলাইনেই। পরীক্ষার মাধ্যম ঠিক করার অধিকার ছাত্র-ছাত্রীদের নেই। মঙ্গলবার মামলার রায়ে জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। ফলত বিশ্ববিদ্যালয়ের নির্দেশ মেনে নিতে বাধ্য হলেন পড়ুয়ারা। গত ২১শে জুন বিচারপতি তালুকদারের বেঞ্চে এই মামলার শুনানি শেষ হয়েছিল।
প্রসঙ্গত, মামলার শুনানিতে মামলাকারীদের আইনজীবীর দাবি ছিল পরীক্ষা অনলাইনে নিতে হবে। কারণ শিক্ষাবর্ষে মোট ১৮০ দিন পঠনপাঠন হয়নি। সঙ্গে তাদের দাবি ছিল, সিলেবাস শেষ করে তবে পরীক্ষা নিতে হবে। নইলে সিলেবাস সংক্ষিপ্ত করতে হবে। এই মামলার রায়ে আদালত জানিয়েছে, বিশ্ববিদ্যালয় যে মাধ্যমে পরীক্ষা নেওয়া ঠিক হবে বলে ঠিক করেছে সেই মাধ্যমেই পরীক্ষা হবে। পরীক্ষার মাধ্যম ঠিক করার অধিকার ছাত্রছাত্রীদের নেই। সঙ্গে সিলেবাস কমানোর বিষয়টি পরীক্ষা নিয়ামককে দায়িত্ব আদালত।