গত মে মাসে পুরুলিয়ায় প্রশাসনিক সভায় ঝালদা পুরসভার চেয়ারম্যান সুরেশ অগরওয়ালের ভুঁড়ি নিয়ে নিয়ে ভরা সভার মধ্যেই প্রশ্ন করে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে ক্ষণিকের জন্য অপ্রস্তুত হয়ে গেলেও নেত্রীর সব প্রশ্নের জবাব দিয়েছিলেন তিনি। অন্যদিকে, মমতাও শরীর ভালো রাখার জন্য একাধিক একাধিক পরামর্শ দিয়েছিলেন সুরেশবাবুকে। এমনকী, তাঁর ওজন নিয়েও আশঙ্কা প্রকাশ করে তিনি কী খাবেন, কখন খাবেন, এই ধরনের একাধিক পরামর্শ দিয়েছিলেন।
সেই সভার পর কেটে গিয়েছে একটা মাস। এখনও কি মুখ্যমন্ত্রীর পরামর্শ মেনে চলছেন তিনি? সুরেশবাবু বলেন, ‘হ্যাঁ চলছি। রোজ ব্যায়াম করি।’ পাশাপাশি রোজ ‘পকোড়ি’ খাওয়াও ছেড়ে দিয়েছেন বলে জানিয়েছেন। তবে একেবারে ছাড়তে পারেননি। তাঁর কথায়, ‘আসলে সব জিনিস কি ছেড়ে দেওয়া সম্ভব? এটা আমাদের পরিবারের একটা অভ্যেস। রোজ সাকেল আমাদের বাড়িতে পকোড়ি ভাজা হয়। তবে শরীরের কথা চিন্তা করে এখন আর রোজ খাই না। কিন্তু, মাঝে মধ্যে খাওয়া হয়ে যায়।’