নিয়োগ কেলেঙ্কারি সামনে এল আরও এক রাজ্যের নাম। পুলিশের সাব-ইন্সপেক্টর নিয়োগ কেলেঙ্কারির সময় নিয়োগের প্রধান প্রধান তথা পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেলকে সিআইডি হেফাজতে নিয়েছে। এই প্রথম কর্ণাটকে বর্তমান এডিজিপিকে গ্রেফতার করা হল। যা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে কংগ্রেস। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছেন রাহুল গান্ধী।
৫৪৫ পুলিশ সাব ইন্সপেক্টর (পিএসআই) নিয়োগের জন্য লিখিত পরীক্ষা ২০২১ সালের ৩ অক্টোবর কর্ণাটকের ৯২ টি কেন্দ্র জুড়ে পরিচালিত হয়েছিল। ফলাফল ঘোষণার পর কিছু অসঙ্গতির খবর পাওয়া যায়। সেই কারণেই অভ্যন্তরীণ তদন্ত শুরু করা হয়। তদন্তেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। কিছু অসদাচরণ সম্পর্কে বিশ্বাসযোগ্য প্রমাণ মেলার পরেই স্বরাষ্ট্রমন্ত্রী আরাগা জ্ঞানেন্দ্র ৭ এপ্রিল সমগ্র নিয়োগ প্রক্রিয়া এবং অভিযুক্ত অসদাচরণের জন্য সিআইডি তদন্তের নির্দেশ দেন। ৯ এপ্রিল একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছিল এবং এখনও পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে। সেই তালিকাতেই নাম জড়িয়েছে কর্ণাটকের এডিজিপি-র। স্বরাষ্ট্রমন্ত্রী এই গ্রেফতারি নিয়ে বলেছেন, ‘এডিজিপি অমৃত পলকে সিআইডি জিজ্ঞাসাবাদ করছে, এবং আইন তার নিজস্ব গতিপথ নেবে’।
অন্যদিকে সোমবার কর্ণাটকে বিজেপিকে ‘দুর্নীতি’ করার জন্য অভিযুক্ত করেছেন এবং পুলিশ নিয়োগ কেলেঙ্কারির সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাইকে বরখাস্ত করার দাবি জানিয়েছেন রাহুল গান্ধী। আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও। রাহুল গান্ধী টুইটে লিখেছেন, ‘প্রধানমন্ত্রী কেন কোনও ব্যবস্থা নেননি? এটাই কি বিজেপি সরকারের ‘সব খায়েঙ্গে, সবকো খেলেঙ্গে’ মুহূর্ত’।