যে ধর্মকে হাতিয়ার করে বিভাজনের রাজনীতি করার অভিযোগ ওঠে গেরুয়া শিবিরের বিরুদ্ধে, এবার সেই ধর্ম নিয়েই বেকায়দায় বিজেপির সেকেন্ড ইন কমান্ড তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন কংগ্রেস নেতা অশোক বাসোয়া। যেখানে দেখা যাচ্ছে, চেয়ারে বসে আছেন অমিত শাহ। মাটিতে যজ্ঞের প্রস্তুতি নিচ্ছেন এক পুরোহিত। তাঁর বাড়ানো মঙ্গলঘটে ফুল জাতীয় কিছু দিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই ছবি পোস্ট করে কংগ্রেস নেতা প্রশ্ন তুলেছেন, ‘পুজো কি এইভাবে করে? ভক্তগণ কী বলবে? যদি এটাই রাহুল গান্ধীজি করতেন, তাহলে তো এতক্ষণে ভক্তগণ রে রে করে নিজেদের হাল বেহাল করে ফেলত।’
স্বাভাবিকভাবেই ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ছবিটি। এ নিয়ে বিজেপিকে বিঁধতে ছাড়েনি বিরোধীরা। সমাজবাদি পার্টির নেতা আইপি সিং কটাক্ষ করেন, এই ছবি স্পষ্ট করে দেয়, যারা ক্ষমতার লোভে মত্ত, তারা নিজেদেরই ভগবান ভাবতে শুরু করেছেন। খোঁচা দিয়েছে নেটিজেনরাও। তাদের কথায়, এটা বিরোধীরা করলে তো বিজেপি এতক্ষণে চিৎকার শুরু করে দিত। এবার কী বলবে? তবে শুধু এই ছবিটা শেয়ার করেই থামেননি বাসোয়া। মিনিট দশেকের মধ্যে আরও একটি টুইট করেন ওই কংগ্রেস নেতা। যেখানে কানহাইয়া লাল হত্যার অন্যতম অভিযুক্তকে উদয়পুরেরই বিজেপি জেলা কার্যালয়ে গেরুয়া উত্তরীয় পরিয়ে দিতে দেখা যাচ্ছে জনৈক বিজেপি কর্মীকে। ছবির ক্যাপশনে কটাক্ষ করে তিনি লিখেছেন, ‘ইয়ে রিস্তা ক্যায়া কহেলতা হ্যায়?’