জয় পেলেন সানিয়া। উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন সানিয়া মির্জা-মেট পেভিক জুটি। মিক্সড ডাবলসের দ্বিতীয় রাউন্ডে ওয়াকওভার পেয়ে গেলেন তাঁরা। রবিবার খেলতেই হল না ইভান ডোডিগ এবং লাতিশা চানের বিরুদ্ধে। ষষ্ঠ বাছাই সানিয়া-পেভিক জুটি প্রথম রাউন্ডে হারিয়ে দেন ডেভিড ভেগা হার্নান্ডেজ এবং নাতেলা জালামিদজের বিরুদ্ধে। সানিয়ারা জেতেন ৬-৪, ৩-৬, ৭-৬(৩) সেটে।
আসন্ন কোয়ার্টার ফাইনালে তাঁরা কাদের বিরুদ্ধে খেলবেন তা এখনও ঠিক হয়নি। ব্রাজিলের ব্রুনো সোরেস এবং বিত্রিজ মাইয়া খেলবেন জন পিয়ারস এবং গ্যাব্রিয়েলা দাব্রোস্কির বিরুদ্ধে। এঁদের মধ্যে জয়ী জুটির বিরুদ্ধে খেলবেন সানিয়ারা। এই মরসুম শেষেই অবসর নেবেন বলে জানিয়েছেন সানিয়া। ডাবলসে প্রথম রাউন্ডেই হেরে গিয়েছিলেন তিনি। উইম্বল্ডন জেতার জন্য কেবল মিক্সড ডাবলসেই সুযোগ রয়েছে তাঁর।