ভরসা করে বিশ্বাস করে মা-বাবা তাদের সন্তানদের স্কুলের গাড়িতে পাঠান। কিন্তু বারংবার এমন দুর্ঘটনা দুশ্চিন্তায় ঘুম উড়িয়েছে পরিবারের। এই সদ্য মালদায় ঘটে গেছে এক ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে ৭০ জন স্কুল পড়ুয়া নিয়ে উল্টে গেল বাস। আবারও হিমাচল প্রদেশের কুলুতে ভয়াবহ বাস দুর্ঘটনা। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হিমাচল প্রদেশের কুলুতে ভয়াবহ বাস দুর্ঘটনা। খাদে পড়ে গেল স্কুল বাস।
কয়েক জন স্কুল পড়ুয়া-সহ ১৬ জনের মৃত্যু হয়েছে বলে সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। কুলুর ডিসি আশুতোষ গর্গ জানিয়েছেন, সকাল সাড়ে আটটা নাগাদ জাংলা গ্রামের কাছে বাসটি খাদে পড়ে যায়। খবর পেয়েই অকুস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলা প্রশাসনের আধিকারিকরা জানিয়েছেন, বাসটিতে কমপক্ষে ৪০ জন পড়ুয়া ছিল।