শনিবার বৃষ্টিতে ভিজেছে বাংলা। দুর্বিসহ গরমের প্রকোপ থেকে মিলেছে মুক্তি। গতকাল বিকেলের এক পশলা বৃষ্টিতে ভিজেছে কলকাতা ও বিভিন্ন জেলা। রবিবার সকালেও মেঘাচ্ছন্ন আকাশ। বাংলাদেশের উপর তৈরি ঘূর্ণাবর্তের জেরে আজও বৃষ্টিতে হতে পারে বাংলা জুড়ে, এমনটাই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবারের বৃষ্টির জেরে এক ধাক্কায় অনেকটাই কমেছে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, একটি নিম্নচাপ অক্ষরেখা রাজস্থান থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত রয়েছে। যেটা দক্ষিণবঙ্গের উপর দিয়ে গিয়েছে। তার জেরেই এদিনের এই বৃষ্টি। একই সঙ্গে বাংলাদেশের উপর একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় সেটা নিম্নচাপে পরিণত হতে পারে।
পাশাপাশি, উড়িষ্যার কাছে এই নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। গতকাল বিকেলের পরই আকাশ ঘনঘোর মেঘে ঢেকে গিয়েছিল। তার পরই অঝোরে নামে বৃষ্টি। বৃষ্টি চলে দুই চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, বীরভূম, বর্ধমান-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও। কোথাও ঘণ্টাখানেক, কোথাও বা আরেকটু বেশি বৃষ্টি। নাগাড়ে বৃষ্টিতে জল জমে যায় শহরের বেশ কয়েকটি নিচু এলাকায়। সাময়িক যানজটেরও সৃষ্টি হয়। তবে বৃষ্টি থামলে দ্রুততার সঙ্গে জল নামিয়ে দেয় কলকাতা পুরসভা। হাওয়া অফিস জানিয়েছে, আগামী দু’দিন দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কিছুটা বেশি থাকবে উপকূলবর্তী জেলা মানে দুই চব্বিশ পরগনা ও দুই মেদিনীপুরে। উত্তরবঙ্গেও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।