মালদহে স্কুল থেকে ফেরার পথে ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। শনিবার থেকে স্কুল থেকে বাড়ি ফিরছিলেন পড়ুয়ারা। বাড়ির সকলে ভরসা করে স্কুলের বাসে ছেলেমেয়েদের ছাড়েন। কিন্তু বিপদ কী আর বলে আসে! মালদহে ঘটে গেল সাংঘাতিক দুর্ঘটনা! ৭০ জন স্কুল পড়ুয়াকে নিয়ে উল্টে গেল বাস। স্কুল থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। জোরকদমে চলছে উদ্ধারকার্য। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজারের পলিটেকনিক কলেজের কাছে।
শনিবার সেই রাস্তা দিয়ে স্কুল থেকে ফিরছিল ওই স্কুলবাসটি। তার মধ্যে ৭০ জন পড়ুয়া ছিল বলে খবর। বাসটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। উদ্ধারকার্যে হাত লাগিয়েছেন স্থানীয়রাও। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় পড়ুয়াদের উদ্ধার করা হচ্ছে। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গেছে বিশাল পুলিশবাহিনী। দুর্ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে পড়েছে মালদহ মানিকচক রাজ্য সড়ক। দুর্ঘটনার খবরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে গোটা এলাকায়। ভয়ে পেয়ে গেছে পড়ুয়ারা। দুশ্চিন্তায় পড়ুয়াদের পরিবার।