বাংলা ছবিতে অভিষেক ঘটতে চলেছে অভিষেক রিয়া চক্রবর্তীর। পরের ছবির প্রস্তুতি শুরু করে দিলেন রানা সরকার। যোগাযোগ করলেন রিয়া চক্রবর্তীর সঙ্গে। টলিউডে রিয়া চক্রবর্তী। শনিবার তেমনটাই জানালেন প্রযোজক রানা সরকার। ২জুলাই রিয়ার জন্মদিন। এই বিশেষ দিনে অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়ে, টুইটে করে রানা লেখেন, ‘শুভ জন্মদিন রিয়া। জীবনের চাকা ঘুরতে থাকুক। কলকাতায় এসে আমাদের সঙ্গে যোগ দাও।’ তবে কি বাংলা ছবিতে অভিষেক ঘটতে চলেছে অভিনেত্রীর?
রানার এই টুইট কি তেমনই কোনও আভাস দিচ্ছে? তিনি বলেন, “হ্যাঁ, আমি পরবর্তী ছবির জন্য রিয়ার সঙ্গে যোগাযোগ করেছি। এই দু’দিন হল। এখনও চূড়ান্ত কিছুই হয়নি। ও এসে কলকাতায় ছবি করতেই পারে।” আগামী ছবির প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন প্রযোজক। রিয়া বাঙালি মেয়ে। তাই আরও বেশি করে ওঁর কথা ভাবছেন রানা। ফ্রেব্রয়ারি মাসেই নতুন ভাবে কাজ শুরু করার খবর জানিয়েছিলেন অভিনেত্রী। তবে বাংলা ছবিতে তাঁকে দেখা যায় কি না, তা সময়ই বলবে।