রাজস্থানের উদয়পুরে দর্জি কানহাইয়ালালের খুনি মহম্মদ রিয়াজ আসলে বিজেপির লোক! বেশ কিছু ছবি প্রকাশ্যে এসেছে, যাতে এমনই দাবি উঠছে।
রাজস্থান বিজেপির সংখ্যালঘু সেলের কনভেনর সাদিক খানের সঙ্গে রিয়াজের ছবিও ইতিমধ্যে ভাইরাল। তা ছাড়া বিজেপির কিছু অনুষ্ঠানে রিয়াজ উপস্থিত রয়েছে এমন কিছু স্টিল ছবি তুলে ধরেছে একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যম। রাজস্থানের প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি নেতা গুলাব চাঁদ কাটারিয়ার অনুষ্ঠানেও ছবি রয়েছে রিয়াজের।
কংগ্রেস নেতা পবন খেরা বলেছেন, ‘কানহাইয়ালালের খুনির সঙ্গে বিজেপির যোগ আছে বলেই তড়িঘড়ি এনআইএ-কে নামিয়ে দেওয়া হল। যাতে রাজস্থান সরকার সত্যটা খুঁজে না পায়। এনআইএ-কে দিয়ে আসলে সত্য চাপা দেওয়ার কাজটা করানো হচ্ছে’।
কংগ্রেস নেত্রী রেণুকা চৌধুরী বলেছেন, ‘আপনারা অবাক হচ্ছেন নাকি রয়াজের বিজেপি যোগের কথা শুনে? আমি তো হচ্ছি না। এটাই ওদের রাজনীতি—পরিকল্পনা করে ঘৃণা ছড়ানো’।