পাঁচ দিন ধরে জিজ্ঞাসাবাদের জন্য ইডির অফিসে বসিয়ে রাখলেও নিজেকে পাল্টাব না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে এবার এমনই মন্তব্য করলেন রাহুল গান্ধী। প্রসঙ্গত, ন্যাশনাল হেরাল্ড মামলায় গত মাসে পাঁচ দিন ধরে কংগ্রেস নেতাকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। সে কারণে নয়াদিল্লীতে ইডি অফিসে দীর্ঘ সময় কাটাতে হয়েছে তাঁকে। শুক্রবার সে প্রসঙ্গ টেনে মোদীকে আক্রমণ করেন রাহুল। বলেন, ‘ভারত সরকার… প্রধানমন্ত্রী মনে করেন যে পাঁচ দিন ধরে ইডি-র অফিসে আমাকে বসিয়ে রাখলে আমি নিজের আচরণ বদলে ফেলব। এটা প্রধানমন্ত্রীর ভ্রান্ত ধারণা।’
অন্যদিকে, ওয়েনাডের কংগ্রেস কার্যালয়ে হামলার ঘটনায় সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই-এর বিরুদ্ধে অভিযোগ ওঠায় কেরালার পিনারাই বিজয়ন সরকারকেও আক্রমণ করেছেন ওয়েনাডের সাংসদ। সিপিএমের নেতৃত্বাধীন ইউডিএফ জোটও যে কেন্দ্রের বিজেপি সরকারের মতো হিংসার রাজনীতিতে বিশ্বাসী, সে অভিযোগ করেছেন রাহুল। তাঁর মন্তব্য, ‘ওরা ভাবে যে হিংসার আশ্রয় নিয়ে মানুষকে ভয় দেখানো যাবে। তবে এটা অত্যন্ত ভুল ধারণা। কারণে ওদের সাহস নেই। ওরা মনে করে যে হিংসার মাধ্যমে অন্যের আচরণ বদলে ফেলা যাবে। তবে তা হবে না। এমন অনেকে রয়েছেন যাঁদের ভয় দেখিয়ে বদলে ফেলা যায় না।’