গত কয়েকদিন ধরে উত্তর পশ্চিম ভারতে প্রবল বন্যা হচ্ছে। ইতিমধ্যেই গোটা আসাম জলের তলায়। মণিপুরেও বৃষ্টিতে বিরাম নেই। বিপদসীমার উপর দিয়ে বইছে নদীর জল। এরই মধ্যে এবার ভয়াবহ ভূমিধসে বিপর্যস্ত সে রাজ্যের সেনাচৌকি। এখনও পর্যন্ত ৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। খোঁজ মিলছে না ৫৩ জনের।
বৃহস্পতিবার মণিপুরের নোনি জেলায় টুপুল স্টেশনের কাছে ধস নামে। সেখানে ভারতীয় সেনার ক্যাম্প ছিল। ইন্ডিয়ান আর্মির ১০৭ টেরিটোরিয়াল আর্মি ছিল সেখানে। ভূমিধসে সেনাচৌকি ছারখার হয়ে গেছে।
আহত অবস্থায় ওই এলাকা থেকে এখনও পর্যন্ত ১৩ জনকে উদ্ধার করা গেছে বলে খবর। উদ্ধার হয়েছে ৬টি মৃতদেহ। এখনও ৫৩ জনের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। নোনি আর্মি মেডিক্যাল ইউনিটে আহতদের চিকিৎসা চলছে।