এবারে জাতীয় সড়কে আকস্মিক ধসের করণে বন্ধ হল শিলিগুড়ি টু দার্জিলিং টয়ট্রেন পরিষেবা। আজ, শুক্রবার সকাল ১০টা নাগাদ শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে টয়ট্রেনটি ছেড়ে শিলিগুড়ি জংশনে এসে দাঁড়ানোর কিছুক্ষণ পর হঠাৎই মাইকে ভেসে আসে যে, ৫৫ নম্বর জাতীয় সড়কে বড় ধস নামার জন্য টয়ট্রেন চলাচল বন্ধ।
প্রসঙ্গত, দার্জিলিং যাওয়ার রুটে রংটং ও তিন ধারিয়ার মাঝখানে বড়সড় ধস নামে। টয়ট্রেনের লাইনের উপর ধস পড়ার কারণে বিপর্যস্ত হয়ে পড়ে পরিষেবা। তবে স্বাভাবিক রয়েছে সড়ক যোগাযোগ। এপ্রসঙ্গে উত্তর-পূর্ব ভারতের জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানান, “শুধুমাত্র শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের রুট বন্ধ। পাহাড়ের অন্যান্য স্টেশনে জয়রাইড চালু রয়েছে।” পাশাপাশি তিনি জানিয়েছেন, শুধুমাত্র আজকের জন্যই বন্ধ থাকবে। আগামীকাল থেকে ফের স্বাভাবিক অবস্থায় ফিরবে পরিষেবা।