লাগাতার বৃষ্টির জেরে আরও ভয়ঙ্কর চেহারা নিয়েছে আসামের বন্যা পরিস্থিতি। যার ফলে অব্যাহত মৃত্যু মিছিল। গত ২৪ ঘণ্টায় চার শিশু-সহ আরও ১২ জনের প্রাণহানির ঘটনা ঘটল উত্তর-পূর্বের এই রাজ্যে। শুধু তাই নয়। বন্যার জেরে ৫৪ লক্ষেরও বেশি মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছেন। ৩২টি জেলার চার হাজার ৯৪১টি গ্রাম বানভাসি। কিন্তু এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বন্যা পরিস্থিতি সামলানোর বদলে রাজধানী গুয়াহাটির বিলাসবহুল হোটেলে ঠাঁই নেওয়া মহারাষ্ট্রের বিদ্রোহী শিবসেনা বিধায়কদের তুষ্ট করতে ব্যস্ত বলে অভিযোগ।
প্রসঙ্গত, গুয়াহাটির বিলাসবহুল হোটেলে হিমন্তের ‘অতিথি’ হয়েছেন একনাথ শিন্ডে-সহ মহারাষ্ট্রের ৩৪ জন ‘বিদ্রোহী’ শিবসেনা বিধায়ক। এর বিরুদ্ধে বৃহস্পতিবার সকালে গুয়াহাটির ওই হোটেলের সামনে বিক্ষোভ দেখালেন তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকেরা। অসমের তৃণমূল নেতা রিপুন বরা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় আমাদের রাজ্যে চার শিশু-সহ আরও ১২ জনের বন্যায় মৃত্যু হয়েছে। নতুন করে কয়েক হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অথচ আমাদের রাজ্যের রাজকোষের টাকা খরচ করে মুখ্যমন্ত্রী হিমন্ত মহারাষ্ট্রের বিধায়কদের মনোরঞ্জনের ব্যবস্থা করছেন।’ আসামের সম্পদ খরচ করে বিজেপি বিধায়ক কিনে মহারাষ্ট্রে সরকার গড়তে চাইছে বলেও অভিযোগ করেন তিনি।