মোদী সরকার ‘অগ্নিপথ’ প্রকল্প শুরু করতেই সারা দেশে ক্রমশ দৃঢ়তর হচ্ছে প্রতিবাদ ও বিক্ষোভ। কড়া নিন্দায় সরব হয়েছে একাধিক মহল। প্রবল বিক্ষোভ শুরু হয়েছে বাংলাতেও। এর জেরে শুক্রবার সকাল থেকেই ঠাকুরনগরে রেললাইনে প্রতিবাদ শুরু হয়। রেল চলাচল ব্যাহত হওয়ার কারণে বিপাকে পড়ে নিত্যযাত্রীরা। বেলা বাড়তেই আরও বড় পদক্ষেপ নিল বিক্ষোভকারীরা। দাবি নিয়ে সকলে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের কাছে গিয়ে বিক্ষোভ জানান। এদিন সকাল ৮ টা নাগাদ অবরোধ শুরু হয়। এর ফলে শিয়ালদহ-বনগাঁ শাখার ট্রেন চলাচল ব্যাহত হয়। “মাত্র চার বছরের জন্য নিয়োগ হচ্ছে? মেয়াদ পূরণ হলে ১১ লক্ষ টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দেবে, এটা কি বিদেশে চাকরি করতে যাওয়া নাকি!” প্রশ্ন তুলছেন বিক্ষোভকারীরা।
প্রসঙ্গত, এদিন বেলা বাড়তেই চাকরিপ্রার্থীরা ঠাকুরনগর রেল স্টেশন ছেড়ে ঠাকুরবাড়িতে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বনগাঁর বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের কাছে নিজের দাবি নিয়ে পৌঁছয় সকলে। তাঁদের দাবি, শান্তনু ঠাকুর যেন বিষয়টি কেন্দ্রের কাছে পৌঁছে দেন। বিক্ষোভকারীরা জানান, “চার বছরের জন্য কেউ সেনাবাহিনীতে যাবে না। অগ্নিপথ নিয়োগ যুবকদের মনোবল ভাঙছে। কারও মা আশা করে আছে ছেলে সেনায় চাকরি পেয়ে সংসারের হাল ধরবে, কারও বোন আশা করছে তার ভাই চাকরি পেয়ে বিয়ে দেবে।” স্বাভাবিকভাবেই দেশজুড়ে এহেন প্রতিবাদ ও বিক্ষোভ ঘনীভূত হওয়ায় খানিকটা চাপে পদ্মশিবির।