সাম্প্রতিক কালে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার শিকার হচ্ছেন শাসক দলের নেতা-কর্মীরা। এবার ফের আক্রান্ত তৃণমূল। নদিয়ার চাকদহে বাড়ির মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন তৃণমূল কর্মী নারায়ণ দে। রবিবার রাতে দুষ্কৃতীরা একেবারে বাড়ির জানলা দিয়ে তাঁকে গুলি করে পালিয়েছে বলে অভিযোগ। দুষ্কৃতীদের ছোঁড়া গুলি নারায়ণ দে-র গলায় লাগে। বর্তমানে তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। রাতেই তাঁর গলা থেকে গুলি বের করা হয়েছে এবং বর্তমানে তাঁর শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর।
পুলিশ জানায়, নদিয়ার চাকদহের ১৮ নম্বর ওয়ার্ড গৌড়পাড়া এলাকায় নারায়ণ দে রবিবার সন্ধ্যায় নিজের বাগান বাড়িতে বসেছিলেন। ঘরের ভিতর বসে থাকাকালীনই তিনি গুলিবিদ্ধ হন। কয়েকজন দুষ্কৃতীরা জানলা দিয়ে তাঁকে লক্ষ্য করে গুলি করে পালায় বলে অভিযোগ। বর্তমানে গুরুতর জখম অবস্থায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন নারায়ণ দে। কে বা কারা তাঁর উপর হামলা চালাল তা স্পষ্ট নয়। অভিযুক্তদের খোঁজ শুরু হয়েছে।