উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। আর এ হেন ‘অশনি’ সংকেত মিলতেই তড়িঘড়ি ঘূর্ণিঝড় মোকাবিলায় সবরকম প্রস্তুতি সেরে রাখল দক্ষিণ ২৪ পরগণা জেলা প্রশাসন৷ বিশেষ করে সুন্দরবন নিয়ে বিশেষ প্রস্তুতি সেরে রাখা হল। ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগণার জেলাশাসক পি উলগানাথন বিপর্যয় মোকাবিলার প্রস্তুতি নিয়ে বিশেষ বৈঠক করেছেন সমস্ত আধিকারিকদের নিয়ে৷ শুধুমাত্র সুন্দরবনের একাধিক ব্লকের জন্য তৈরি আছে ৫ টি কুইক রেসপন্স টিম। প্রতি টিমে ২০ জন করে সিভিল ডিফেন্সের কর্মী থাকবেন। এই সব টিমের কাছে বিপর্যয় মোকাবিলা করার জন্যে যাবতীয় যন্ত্রপাতি থাকবে। এই দল থাকবে সাগর, নামখানা, কাকদ্বীপ, পাথরপ্রতিমা, গোসাবা ও কুলতলিতে। এই টিমের পাশাপাশি যোগাযোগ রাখা হচ্ছে এস ডি আর এফ ও এন ডি আর এফের সাথে৷ দক্ষিণ ২৪ পরগণা জেলার প্রতিটি মহকুমা ও ব্লকে থাকবে কন্ট্রোল রুম। সেখান থেকে ক্রমাগত যোগাযোগ রাখা হবে৷
অন্যদিকে, বিপর্যয় মোকাবিলার প্রস্তুতিতে আগে থেকে মজুত করা হচ্ছে শুকনো খাবার, ত্রিপল, পানীয় জলের পাউচ। প্রতি ব্লকে ইতিমধ্যেই তা পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। সেচ ও বিদ্যুৎ দফতরের কর্মীদের নিয়ে প্রতিনিয়ত বৈঠক করা হয়েছে৷ দুর্বল নদী বাঁধ এলাকায় সেচ দফতরের বিশেষ দল কড়া নজরদারি চালাবে৷ প্রয়োজনে জরুরি ভিত্তিতে কিছু বাঁধ মেরামত করা হচ্ছে। বিদ্যুৎ দফতরের তরফে আগে থেকেই অতিরিক্ত খুঁটি আনিয়ে রাখা হয়েছে৷ এছাড়া কথা বলা হয়েছে বিভিন্ন টেলিকম সংস্থার সাথে৷ তাদের মাধ্যমে মোবাইল টাওয়ারে জেনারেটর রাখার ব্যবস্থা করা হয়েছে। যাতে বিপর্যয় ঘটলে, বিদ্যুতের বিকল্প হিসাবে জেনারেটর ব্যবহার করা যায়। পি উলগানাথন জানিয়েছেন, সকলের সাথে বৈঠক করে সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে৷ কন্ট্রোল রুম ২৪ ঘন্টাই খোলা থাকবে। প্রতিটি ফ্লাড সেন্টার, স্কুল পরিষ্কার পরিচ্ছন করে রাখা আছে। উপকূল এলাকায় কড়া নজরদারি চলছে। প্রয়োজন হলে সবাইকে দূরবর্তী স্থানে সরিয়ে নিয়ে আসা হবে।
