নরেন্দ্র মোদী সরকারের মেয়াদে এ বার ভারতীয় মুদ্রার চরম অবমুল্যায়ন ঘটল। ডলারের বিনিময়ে টাকার দাম সোমবার সকালে পৌঁছে গেল ৭৭.৪২ টাকায়। এত কম কোনওকালে হয়নি।
এদিন সকালে শেয়ার বাজার খুলতেই সেনসেক্স ৮০০ পয়েন্ট পড়েছে। নিফটি ছিল ১৬,২০০ পয়েন্টের আশপাশে।
আর্থিক বিশেষজ্ঞদের মতে, এ বছর ভারতীয় বাজার থেকে বিদেশি লগ্নিকারীরা ইতিমধ্যে ১৭.৭ বিলিয়ন ডলার তুলে নিয়েছে। যাও একটা রেকর্ড। সেই সঙ্গে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট, পেট্রো পণ্য তথা কাঁচা তেলের দাম বাড়া, যুদ্ধ পরিস্থিতি ইত্যাদি বিষয় টাকার অবমূল্যায়নের বড় কারণ। রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বাড়িয়েও তা আটকাতে পারেনি।
অনেকের মতে, এই অবমুল্যায়ন হয়তো এখানেই থামবে না। তা অচিরে পৌঁছে যেতে পারে কমবেশি ৮০ টাকায়।
মুদ্রার অবমূল্যায়নকে এক সময়ে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বয়সের সঙ্গে তুলনা করে টিপ্পনি কাটত বিজেপি। বলত বাজপেয়ী জমানায় ডলারের বিনিময়ে ভারতীয় মুদ্রার দাম ছিল ৪১ টাকা, যা রাহুল গান্ধীর এখনকার বয়সের সঙ্গে সমান। যে ভাবে ইউপিএ সরকার চলছে তাতে অচিরে তা মনমোহনের বয়স ছাপিয়ে যাবে। এবার মোদী জমানাতেই সেই ঘটনা ঘটল।