বেশ কিছুদিন ধরেই পাট শিল্প নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। সরাসরি কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গয়ালের বিরুদ্ধে তোপ দেগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যৌথভাবে আন্দোলনে নামার বার্তাও দিয়েছেন। কিন্তু তারপরেও পাটশিল্প নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকে ডাক পেলেন না বারাকপুরের সাংসদ অর্জুন সিং। সোমবার বিকেল তিনটে নাগাদ পাটশিল্পের সমস্যা নিয়ে বৈঠকে বসছে কেন্দ্র, রাজ্যের শ্রম দফতরের প্রিন্সিপাল সচিব এবং পাটকলের মালিকপক্ষ। অথচ বৈঠকে ডাকই পেলেন না এই ইস্যু নিয়ে সরব হওয়া সাংসদ। এ নিয়ে ক্ষোভ উগড়ে দিয়ে অর্জুন বলেন, ‘আমাকে ডাকা উচিত ছিল।’
তাঁর হুঁশিয়ারি, ‘বিষয়টা গুরুত্ব দিয়ে দেখছে কেন্দ্র। তবে আলোচনায় পথ না বের হলে তো আন্দোলনের পথ খোলা থাকবেই।’ তিনি আরও বলেন, ‘শ্রমিকদের বাঁচাতে যার সঙ্গে সংঘাতে যেতে হয় যাব। নাহলে বাংলায় পাটশিল্প বাঁচবে না।’ যদিও এদিনের ত্রিপাক্ষিক বৈঠকে ডাক না পাওয়া নিয়ে কিছুটা হলেও আক্ষেপের সুর শোনা গিয়েছে অর্জুনের গলায়। বারাকপুরের বিজেপি সাংসদের কথায়, ‘আমাকে না ডাকলে কীভাবে যাব! তবে আমাকে ডাকা উচিত ছিল। কিছু ভুল হলে শুধরে দিতাম। কিন্তু ওঁরা ভেবেছেন নিজেরা ঠিক করে নেবেন। ডাকলে ভাল হত। দেখা যাক কী হয়।’
