আজ, ২৫ শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মদিন। সোমবার সকাল থেকেই রাজ্যের সর্বত্র পালিত হচ্ছে রবীন্দ্র জয়ন্তী। এই বিশেষ দিনে এবার বিশ্বকবির প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রবীন্দ্র জয়ন্তীতে সকাল সকাল কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে টুইট করেছেন তিনি। তাঁর টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে আমার বিনম্র শ্রদ্ধা। মহান কবির শিক্ষা, গান, কবিতা, তাঁর সৃজনশীল ভাণ্ডার আমাদের পথ চলা অব্যাহত রাখুক। তিনি আমাদের জীবনে ধ্রুবতারা হয়ে থাকুক।’
