দিল্লীর মুখ্যমন্ত্রী তথা আপ-এর প্রধান নেতা অরবিন্দ কেজরিওয়ালকে কুকথা বলা এবং খুনের হুমকি দেওয়ার অভিযোগে শুক্রবার দিল্লী থেকে বিজেপি নেতা তেজিন্দর সিং বাগ্গাকে গ্রেফতার করে পঞ্জাব পুলিশ। এরপরেই কেজরিওয়ালকে ‘বাঁদর’ বলে সম্বোধন করে বসেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। এবার এরই পালটা দিলেন আম আদমি পার্টির রাজ্যনেতা তথা দলের মুখপাত্র সুশান্ত ভট্টাচার্য। তিনি বলেন, ‘বিজেপি নেতাদের মুখে কুকথা শোনা নতুন কিছু নয়। ওঁরা এতেই অভ্যস্থ। যদি আরও খারাপ কোনও মন্তব্য করতেন, তাহলেও অবাক হতাম না।’ তাঁর দাবি, আপ-এর প্রতি গেরুয়া শিবিরের এমন আচরণ নতুন কিছু নয়। ২০১৫ সালে যখন প্রথমবারের জন্য দিল্লীতে অরবিন্দ কেজরিওয়ালের দল নির্বাচনে সাফল্য লাভ করেছিল, তখন থেকেই আপকে নিশানা করে আসছেন বিজেপি নেতারা। আসলে আম আদমি পার্টির সঙ্গে সাংবিধানিক পথে এঁটে উঠতে না পেরেই এমন সব কাণ্ড ঘটাচ্ছেন তাঁরা।
আপ-এর রাজ্য নেতৃত্বের বক্তব্য, বিজেপি নেতারা আদতে হতাশা থেকেই এমন অশালীন মন্তব্য করছেন। দিল্লীর পর পঞ্জাবেও সরকার গড়েছে আম আদমি পার্টি। আগামী দিনে হরিয়ানা, গুজরাট-সহ অন্য়ান্য রাজ্যেও আপ-এর ভালো ফল করার সম্ভাবনা রয়েছে। মানুষ যে ক্রমশ আপ-এর কাছাকাছি আসছে, সেটা গেরুয়া শিবিরের কাছেও স্পষ্ট হচ্ছে। আপ-এর বঙ্গ নেতৃত্বের বক্তব্য, তাঁরা কুকথার জবাব কুকথা দিয়ে দেবেন না। কিন্তু, আসন্ন নির্বাচনগুলিতে বিজেপিকে জোর টক্কর দেবেন। এমনকী, আগামী দিনে ভারতের একাধিক রাজ্যে বিজেপিকে হঠিয়ে আপ সরকার গড়বে বলেও দাবি করছেন তাঁরা। এই লড়াই হবে সাংবিধানিক পথে। এবং সংবিধান মেনেই ক্রমে গোটা দেশে বিজেপিকে ধরাশায়ী করবে আম আদমি পার্টি। কুকথার মোক্ষম জবাব ইভিএমে দেবেন ভোটাররাই! আত্মবিশ্বাসী মন্তব্য দলের সুশান্ত ভট্টাচার্যের।