এবার বাড়ির পুজোতে তাণ্ডব নৃত্য করলেন ত্রিপুরার বিজেপি বিধায়ক। ধুতি পরে রীতিমতো ডিগবাজি খেলেন। দিন চারেক আগে স্যোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যায়, নিজের বাড়ির কোনও একটি পুজোতে ধুতি পাঞ্জাবি পরেই পরপর ডিজবাজি খেয়ে চলেছেন পশ্চিম ত্রিপুরার বামুটিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক কৃষ্ণধন দাস।
ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, ওই বিধায়কের বাড়িতে সম্ভবত অক্ষয় তৃতীয়ার পুজো চলছে। তারই মধ্যে সাদা ধুতি পাঞ্জাবি পরে নাচছেন কৃষ্ণধন দাস। অবশ্য তাঁর সেই ক্রিয়াকলাপকে নাচ বললে খানিক ভুলই হবে। বাজনা এবং ঢাকের তালে তালে মেঝেতে বিছানো সবুজ গালিচার উপর কখনও ব্যাঙের মতন লাফিয়ে বেড়াচ্ছেন, কখনও এক পায়ে এবং দুই হাতে ভর দিয়ে অন্য আর একটি পা বনবন করে ঘোরাতে চেষ্টা করছেন, কখনও হাঁটু গেড়ে বসেই দুই হাত উপরে তুলে নাচানাচি করছেন।
এখানেই শেষ নয়, ওই ধুতি পরা অবস্থাতেই মেঝের রীতিমতো এদিক থেকে ওদিক ডিগবাজিও খেয়ে বেড়াতে দেখা যায় তাঁকে। স্বাভাবিকভাবেই প্রকাশ্যে আসার পর মূহুর্তের মধ্যে ভাইরাল হয় এই ভিডিয়ো। খোদ বিধায়কের এহেন ‘নৃত্যশৈলি’ দেখে যে দারুণ মজা পেয়েছেন মানুষ তা বলাই বাহুল্য। যদিও এহেন নৃত্য দেখে টিপ্পনি কাটতে মোটেই ছাড়েননি বিরোধী শিবির থেকে নেটিজেনরা। তাঁদের দাবি, ‘বাংলা মদ’ খেয়েই এমন ‘ভয়াবহ’ ডিগবাজি খেয়েছেন বিজেপি বিধায়ক।