শনিবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ড মধ্যপ্রদেশের ইন্দোরের এক দ্বিতল আবাসনে। বিধ্বংসী আগুনে ঝলসে মৃত্যু হল অন্তত সাতজনের। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
জানা গিয়েছে, শনিবার ভোরের দিকে মধ্যপ্রদেশের ইন্দোরের স্বর্ণ বাগ কলোনির একটি দ্বিতল আবাসনে বিধ্বংসী আগুন লাগে। দমকল বাহিনীর চেষ্টায় দীর্ঘক্ষণ পর আগুন অনেকখানি নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশও। সংবাদ সংস্থা এএনআইকে ইন্দোর পুলিশ কমিশনার হরিনারায়ণ চারি মিশ্র জানান, প্রাথমিক তদন্তের পর অনুমান করা হচ্ছে যে বিল্ডিংয়ের মধ্যে শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। যা দ্রুত ছড়িয়ে পড়ে।
পুলিশ কমিশনার আরও জানান, ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। মোট ন’জনকে ওই বিল্ডিং থেকে উদ্ধার করা হয়েছে। এদিকে, দমকল বিভাগের এক আধিকারিক জানান, ‘শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। তবে অগ্নিকাণ্ডের পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। দমকল ইঞ্জিনের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।’