মধ্যবিত্তের পকেটে কোপের পর কোপ। এবার বৃদ্ধি হল আকাশছোঁয়া রান্নার গ্যাসের দাম। লাফিয়ে লাফিয়ে দাম বেড়েছে এলপিজি সিলিন্ডারের। আর এই নিয়ে এবার গর্জে উঠলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার একটি টুইটে কেন্দ্রের মোদী সরকারকে একহাত নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”দেশের জনগণকে যন্ত্রণা দেওয়া বন্ধ করুন।
বারবার করে জ্বালানির দাম বাড়ানো হচ্ছে। লাগাতার বৃদ্ধি পাচ্ছে রান্নার গ্যাসের দাম। প্রয়োজনীয় সামগ্রীর দাম উত্তরোত্তর বেড়ে চলেছে। BJP আসলে গ্রেট ইন্ডিয়ান লুট চালাচ্ছে। মানুষ বোকা বানানো হচ্ছে।” একইসঙ্গে তাঁর সংযোজন, ”এতকিছুর পরও সংবাদমাধ্যম চোখে ঠুলি পরে বসে রয়েছে।”
উল্লেখ্য, একলাফে ৫০ টাকা দাম বেড়েছে রান্নার গ্যাসের। মাসের শুরুতেই এই দাম বৃদ্ধি কার্যত সাধারণ মানুষকে আরও বিপর্যস্ত করে তুলল। রান্নার গ্যাসের দাম বাড়ায় শনিবার থেকে কলকাতা সহ দেশের সর্বত্রই আরও চড়া হল এলপিজির মূল্য। নতুন করে দাম বৃদ্ধির জেরে কলকাতায় এবার থেকে এলপিজি সিলিন্ডার পিছু খরচ পড়বে এক হাজার টাকারও বেশি। কলকাতায় এতদিন ১৪.২ কেজির এলপিজি-র দাম ছিল ৯৭৬ টাকা।
তার জবাবেই নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ”দোষ নিজেদের ঘাড় থেকে ঝাড়ার চেষ্টা করছেন। দোষ হলে রাজ্যের দোষ!” পাশাপাশি রান্নার গ্যাসের দাম ৩০০ টাকা কমানো উচিত বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ”মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে কোভিড অ্যাজেন্ডা ছিল না। আরও বাড়বে। আসলে দোষ নিজেদের ঘাড় থেকে ঝাড়ার চেষ্টা করছেন। দাম বাড়াবে রাজ্যের পাওনা না দিয়ে। দোষ হলে রাজ্যের দোষ। যখন মানুষ দুর্ভোগে পড়বে, তখন দায় রাজ্যের। রান্নার গ্যাসের দাম অবিলম্বে ৩০০ টাকা কমানো উচিত। পেট্রল-ডিজেলের দাম কমানো উচিত।”
দাম বৃদ্ধির জেরে এবার থেকে রান্নার গ্যাস কিনতে হবে ১০২৬ টাকায়। ২০১৪ সালের পর ফের একবার কলকাতায় হাজার টাকার উপর উঠল রান্নার গ্যাসের দাম। সে সময় রান্নার গ্যাসের উপর ভর্তুকি থাকায় কিছুটা হলেও সুরাহা হয়েছিল সাধারণ মানুষের। চলতি মাসের শুরুতেই বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি করা হয়েছিল।
বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারে দাম বাড়ানো হয়েছিল ১০২ টাকা। কিন্তু, তাতে সাধারণ রান্নার গ্যাসের দাম বাড়েনি। এরপর এক সপ্তাহ কাটতে না কাটতেই নাভিঃশ্বাস অবস্থা মধ্যবিত্তের। ১ মে থেকে দাম বৃদ্ধির পর কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম হয়েছে ২৩৫৫.৫০ টাকা। আগে এই দাম ছিল ২২৫৩ টাকা।
রান্নার গ্যাসের দাম ৩০০ টাকা কমানো হোক: মমতা
এর আগে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে জ্বালানি থেকে ভ্যাট কমানোর আর্জি জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকের মাঝেই বাংলার নাম করে উষ্মা প্রকাশ করতে দেখা গিযেছিল নরেন্দ্র মোদীকে।