মোহনবাগানের আই লিগ জয়ী স্প্যানিশ কোচ কিবু ভিকুনার সঙ্গে চুক্তি করে ফেলল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার ক্লাব। ঠিক হয়েছে, ১৫মে’র পর তিনি কলকাতায় আসবেন।
শুরুতে ঠিক হয়েছিল, প্রাক্তন ফুটবলার কৃষ্ণেন্দু রায়ের কাছেই প্র্যাকটিস করবে পুরো দল। কিন্তু ক্রমে পুরো দলটাই এত হেভিওয়েট করা হচ্ছে যে, ঠিক হয়েছে, বিদেশ থেকে কোচ উড়িয়ে আনা হবে। বিদেশি কোচের নাম চূড়ান্ত করার আগে কর্তাদের মাথায় ছিল, এমন একজনকে কোচ করতে হবে, যিনি এর আগে কলকাতায় সাফল্য পেয়েছেন। মানে, কলকাতার ফুটবল পরিবেশের সঙ্গে পরিচিত। এই সূত্রেই মোহনবাগানের আই লিগ জয়ী স্প্যানিশ কোচ কিবু ভিকুনার নাম মাথায় আসে ডায়মন্ডহারবার কর্তাদের।
তবে মোহনবাগানের আই লিগ জয়ী স্প্যানিশ কোচকে পাওয়াটা খুব সহজ ছিল না। কলকাতা ময়দানে সদ্য প্রকাশিত ক্লাবটির থেকে সরকারিভাবে প্রস্তাব পেয়ে কিবু জানান, বিদেশের একটি ক্লাবে কোচিং করানোর কথা চলছে। ডায়মন্ড হারবারের কর্তারা বোঝান, দলকে ঘিরে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা। প্রথম ডিভিশনের দল হলেও, তাঁরা যে ডায়মন্ডহারবার এফসিকে ঘিরে অনেক সুদূরপ্রসারী চিন্তাভাবনা করছেন, সেই কথাই বুঝিয়ে বলেন। একই সঙ্গে প্রতিশ্রুতি দেন, প্রথম ডিভিশনের সেরা দল গড়বেন তাঁরা।
যতদূর জানা যাচ্ছে, ডায়মন্ডহারবার কর্তাদের থেকে প্রস্তাব পেয়ে কলকাতায় তাঁর পরিচিত বিভিন্ন লোকজনের সঙ্গে ডায়মন্ড হারবার এফসির ব্যাপারে খোঁজখবর নেন। তারপরেই বৃহস্পতিবার বিকেলে ডায়মন্ডহারবারের চুক্তিপত্রে সই করে দেন তিনি। সামনে সপ্তাহে বিধাননগর পৌরসভার মাঠে প্র্যাকটিস শুরু হলেও, কিবু ভিকুনা কর্তাদের জানিয়েছেন, ১৫ মে’র পর কলকাতায় আসবেন তিনি। ডায়মন্ডহারবারকে পাকা কথা দিয়ে দিলেও কিবু ডায়মন্ডহারবারের কোচ না টেকনিক্যাল ডিরেক্টর হচ্ছেন, সেটা অবশ্য ঠিক হয়নি। কিবু টিডি হলে কোচ হবেন কৃষ্ণেন্দু রায়। আর কিবু কোচ হলে কৃষ্ণেন্দু রায় হবেন সহকারী কোচ। তবে স্প্যানিশ কোচ জানিয়েছেন, ফিজিকাল ট্রেনার তিনি সঙ্গে করে নিয়ে আসবেন। যতদিন কিবু এসে দলের দায়িত্ব নিচ্ছেন না, ততদিন ফুটবলারদের প্র্যাকটিস করাবেন কৃষ্ণেন্দু রায়।