শুক্রবার কাশীপুরে রহস্যমৃত্যু হয়েছে অর্জুন চৌরাসিয়ার। যাঁকে দলীয় কর্মী দাবি করে বিজেপির তরফে অভিযোগ, খুন করা হয়েছে অর্জুনকে। এমনকী খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহও সেখানে পৌঁছে সিবিআই তদন্তের দাবি তুলেছেন। কিন্তু তার পর সন্ধ্যায় দেখা যায় বেহালায় মহারাজ তথা সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে নৈশভোজে যোগ দিয়েছেন শাহ। সেই ভোজের মেনু ভেসে উঠেছে টিভির পর্দায়, মোবাইলের স্ক্রিনে। আর তা নিয়েই উঠেছে নিন্দার ঝড়।
খোদ বিজেপির মধ্যেই অসন্তোষ রয়েছে এ নিয়ে। দলের এক প্রবীণ নেতার কথায়, বাংলা রাজনীতি ও বাঙালির স্পর্শকাতরতা বুঝতে ভুল হয়েছে বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠীর। এর আগে বাংলায় নানুর, ছোট আঙাড়িয়ার মতো ঘটনা ঘটেছে। কোনও ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায় কে কী কেউ কখনও এভাবে দেখেছে? মানুষ তুলনা টানবে না? কটাক্ষ ছুঁড়ে দিয়েছে তৃণমূলও। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, ‘সকালে ওখানে মিথ্যে দরদ দেখাতে গিয়েছিলেন অমিত শাহ। তারপর দুপুরে ফাইভ স্টার হোটেলে ছিল খাওয়াদাওয়ার এলাহি আয়োজন।’
কুণাল আরও বলেন, ‘আমি ধরে নিচ্ছি সৌরভের বাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আগে থেকে যাওয়ার সূচি ছিল। তিনি সেখানে গিয়েছেন। যদি মনে এতটুকু কষ্ট থাকত তাহলে এক কাপ চা খেয়ে চলে আসতে পারতেন। তাঁর সঙ্গে বাকি নেতারাই বা গিয়ে ওইসব অত খাবার খেলেন কী করে? এর থেকে বোঝা যাচ্ছে সকালের সবটাই ছিল নাটক।’ অন্যদিকে, সিপিএম নেতা সুজন চক্রবর্তীর কথায়, ‘দলের কোনও সহকর্মী মারা যাওয়া দুঃখের…তবে যাঁদের কাছে ক্ষমতার রাজনীতিটাই সর্বস্ব, যাঁদের কাছে সমাজকে টুকরো টুকরো করে ভেঙে সিংহাসন দখল করে নেওয়াটাই লক্ষ্য, তাঁদের কাছে কর্মীর মৃত্যুটাও রাজনীতির পাশা।’