যুবসমাজের কর্মসংস্থানে এবার সরকারের ভরসা কর্মসংস্থান মেলা বা ‘জব ফেয়ার’। এতদিন কলকাতা বাদে হাতেগোনা কয়েকটি শহরে এই মেলা হত। এবার জেলায় জেলায় হবে জব ফেয়ার। ইতিমধ্যে এই মেলার মাধ্যমে প্রায় ৯ হাজার চাকরি হয়েছে।
শুধু কলকাতা নয়, জেলায় জেলায় ‘জব ফেয়ার’ শুরু করল কারিগরিশিক্ষা দফতর। শুক্রবার সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী হুমায়ুন কবীর একথা জানিয়েছেন। নিউটাউনে কারিগরি ভবনে তিনি দাবি করেন, চলতি বছরে কলকাতা-সহ চার জেলায় ‘জব ফেয়ার’ করে ৮ হাজার ৯৯৫ জনকে চাকরি দেওয়া হয়েছে। দুর্গাপুর, কলকাতা, মালদহ ও মুর্শিদাবাদে জব ফেয়ারগুলি হয়েছে।
মন্ত্রী আরও জানান, ১২ মে শিলিগুড়িতে আরও একটি জব ফেয়ার হবে। সেখানেও প্রচুর ছাত্রছাত্রী চাকরির নিয়োগপত্র পাবেন বলে দাবি করেন মন্ত্রী। সাংবাদিক বৈঠকে কবীর বলেন, ‘কারিগরি শিক্ষাদফতরের ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্পে প্রতি বছর ছ’লক্ষ তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দেওয়া হয়। কাজ শেখার পর সবাই কোনও না কোনও কাজ পেয়ে যান’। ২০১৯ সালে কারিগরি শিক্ষাদফতরের স্কচ স্বর্ণ পুরস্কার পাওয়া উল্লেখ করে মন্ত্রী জানান, বেশ কিছু সংস্থার সঙ্গে নতুন করে তাঁদের মউ স্বাক্ষর হয়েছে। ফলে রাজ্যের যুবসমাজের আরও বেশি কর্মসংস্থান হবে বলেই আশা করছেন মন্ত্রী।