‘উস্কানিমূলক ভাষণ। বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শত্রুতা সৃষ্টির চেষ্টা। ভীতিপ্রদর্শন।’ এই তিনটি অভিযোগে শুক্রবার সকালে দিল্লীর বিজেপি নেতা তাজিন্দর পাল সিং বাগগাকে গ্রেফতার করে পাঞ্জাব পুলিশ। তাঁকে পাঞ্জাবের মোহালিতে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু পাঞ্জাব পুলিশকে আটকায় হরিয়ানা পুলিশ। বাগগার বাবার অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশ একটি অপহরণের মামলা শুরু করেছে।
ভিডিওতে বিবৃতি দিয়ে দিল্লী বিজেপির মুখপাত্র নবীন কুমার জিন্দাল বলেন, এদিন সকাল সাড়ে আটটা নাগাদ প্রায় ৫০ জন পুলিশ বাগগার বাড়িতে ঢুকে পড়ে। তাঁকে পাগড়ি পরারও সময় দেওয়া হয়নি। তার আগেই তাঁকে গ্রেফতার করা হয়। বাগগার বাবার দাবি, তিনি পুরো ঘটনাটা মোবাইলের ক্যামেরায় তোলার চেষ্টা করছিলেন। পুলিশ তাঁর মুখে ঘুষি মারে।
তাঁর কথায়, ‘আজ সকালে আমাদের বাড়িতে ১০-১৫ জন পুলিশ ঢুকে পড়ে। তারা তাজিন্দরকে টেনে হিঁচড়ে নিয়ে যায়। আমি পুরো ঘটনার ভিডিও ছবি তোলার চেষ্টা করছিলাম। আমাকে তারা টানতে টানতে অন্য ঘরে নিয়ে যায় ও মুখে ঘুষি মারে’। পাঞ্জাব পুলিশের বক্তব্য, তারা বাগগাকে পাঁচবার নোটিশ পাঠিয়েছিল। কিন্তু তিনি সাড়া দেননি। অতীতে একাধিকবার দিল্লীর অরবিন্দ কেজরিওয়াল সরকারের কড়া সমালোচনা করেছেন বাগগা। আম আদমি পার্টির বিধায়ক নরেশ বালিয়ান বলেন, ‘বিজেপি গুন্ডাদের পার্টি। তাজিন্দর বাগগা সেই দলেরই সদস্য। তিনি কেজরিওয়ালকে হুমকি দিয়ে বলেছিলেন, আপনাকে বাঁচতে দেব না’।