চটকল ইস্যুকে সামনে রেখে ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে তোপ দেগেছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। যা নিয়ে জোর চর্চা রাজ্য রাজনীতিতে। তবে কি এবার অর্জুনের ঘরে ফেরার পালা?
অর্জুনের সদর্প উত্তর ‘আমি আজ সাংসদ রয়েছি। রাজনীতি করলে কালও সাংসদই থাকব’। কিন্তু দলটা কি একই থাকবে? কৌশলী অর্জুন বলেন, ‘এটা অন্য ব্যাপার হয়ে গেল। আমি সাংসদ থাকব, শ্রমিক আমাকে ভোট দেবে, চাষিরাও আমাকে ভোট দেবে। সাংসদ আমি থাকবই। এর মধ্যে কোনও সন্দেহ নেই’।
প্রসঙ্গত, দু’দিনের বঙ্গ সফরে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অথচ কোথাও নেই বঙ্গ বিজেপির এই ‘হেভিওয়েট’ নেতা অর্জুন সিং। যা ঘিরে রাজনৈতিক মহল দু’য়ে দু’য়ে চার করা শুরু করে দিয়েছে। তবে কি এবার অর্জুনের ‘ঘর ওয়াপসি’র পালা? তৃণমূল ছেড়ে বিজেপিতে বহু নেতা ইতিমধ্যেই যোগ দিয়েছেন এবং একটা বড় অংশ ফিরেও গিয়েছে পুরনো ঘরে। এর কারণ কি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নেতাদের প্রতি বিশ্বাসের জায়গাটা কোথাও টলমল? প্রশ্ন করা হয়েছিল অর্জুন সিংকে।
অর্জুন সিংয়ের জবাব, ‘হতে পারে। আবার এমনও হতে পারে আমাদের (এক সময় যারা তৃণমূল করতেন) সিস্টেমটা ওদের (বিজেপি) মানিয়ে নিতে পারছে না। আমরা কিন্তু ভোট রাজনীতি, বাংলার রাজনীতি ছোটবেলা থেকে দেখেছি। বাংলার রাজনীতি কখনও ওই শুধু একটা নির্দিষ্ট আদর্শ নির্ভর নয়। একেবারে নিচের স্তরে গিয়ে রাজনীতি করতে হয়’।