একুশের ভোটে ভরাডুবির পর থেকে দীর্ঘদিন বাংলা বিমুখ ছিলেন তিনি। অবশেষে বৃহস্পতিবার দু’দিনের বঙ্গ সফরে এসেছেন অমিত শাহ। যাবেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতেও। শুক্রবার এ কথা জানালেন খোদ ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান। অমিত নিরামিষাশী, তাই তাঁকে সেই ধরনের পদ দিয়েই আপ্যায়ন জানানো হবে বলে জানিয়েছেন সৌরভ।
সৌরভের বাড়িতে অমিতের যাওয়া প্রসঙ্গে মমতা বলেছিলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী যদি সৌরভের বাড়িতে যেতে চান, তাতে সমস্যা কোথায়? আমি সৌরভকে বলব, ওঁকে মিষ্টি দই খাওয়াতে!’ এবার সেই ধরনের খাবার আয়োজনের কথাই জানালেন সৌরভ। বললেন, ‘জয় শাহ আমার সঙ্গে কাজ করে। তার বাবা আমার বাড়িতে আসছেন। এটা সৌজন্য সাক্ষাৎ। উনি নিরামিষাশী, সেই ধরনের খাবারের ব্যবস্থা করা হবে।’
