মসজিদের মাইক না খুললে ৪ তারিখ কী হবে আমি জানি না! উদ্ধব ঠাকরের সরকারকে এমনই হুঁশিয়ারি দিয়েছিলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে। আজ সেই দিন। তাই এই মুহূর্তে রাজের হুঁশিয়ারি ঘিরে মহারাষ্ট্রে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়ে উদ্বেগে প্রশাসন। দফায় দফায় পুলিশকর্তারা বৈঠক করছেন।
ওই মন্তব্যের জন্য রাজ ঠাকরের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে মহারাষ্ট্রের একটি আদালত। রাজকে গ্রেফতার করে আদালতে হাজির করাতে মুম্বই পুলিশকে নির্দেশ দিয়েছেন বিচারক। লাউডস্পিকার নিয়ে এমএনএস নেতার হুমকির মুখে গোলমালের আশঙ্কায় নিরাপত্তার কড়া ব্যবস্থা করা হয়েছে মহারাষ্ট্রে। বাতিল করা হয়েছে পুলিশকর্মীদের ছুটি।
সম্প্রতি ঔরঙ্গাবাদের একটি সভা থেকে রাজ ঠাকরের খোলাখুলি হুঁশিয়ারি ছিল, মসজিদ থেকে মাইক খুলে দিতে হবে। না হলে হনুমান চালিশা পাঠ হবে মসজিদের দুয়ারে। রাজ ঠাকরে এও বলেছিলেন, যাঁরা প্রকৃত হিন্দু, তাঁরা আসুন। নইলে এই শব্দ সন্ত্রাসকে থামানো যাবে না। ওদের জব্দ করতে হবে।
ওই বক্তৃতার পরেই রাজ ঠাকরের বিরুদ্ধে ধর্মীয় উস্কানি ছড়ানোর অভিযোগে জামিন অযোগ্য ধারায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে উদ্ধব ঠাকরের পুলিশ। গতকাল ইদের দিন সারাদিন বাড়িতেই ছিলেন রাজ ঠাকরে। ব্যালকনিতে মেয়ের সঙ্গে দাঁড়ানোর ছবিও সোশ্যাল মিডিয়ায় এসেছে। আজ বুধবার কোন পথে এগোয় রাজ ঠাকরের সেনাবাহিনী। আর উদ্ধবের পুলিশই বা কীভাবে পরিস্থিতি সামাল দেয়, সেদিকেই চোখ গোটা দেশের।