ফের কেন্দ্রীয় সিদ্ধান্ত নিয়ে উঠল বিতর্ক। অভিযোগ উঠল বাংলাকে বঞ্চনার শুক্রবার সন্ধ্যায় ভিক্টোরিয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের উদ্যোগে রয়েছে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দিয়েছে ইউনেস্কো। দুর্গাপুজোকে ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি দেওয়া উপলক্ষ্যেই এই অনুষ্ঠান। বিশ্ব দরবারে স্বীকৃতির উদযাপন করা হবে সেখানে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
তবে সূত্রের খবর, এখনও পর্যন্ত সেই অনুষ্ঠানে ডাক পাননি রাজ্যের কোনও প্রতিনিধি। রাজ্যের তরফে আমন্ত্রিত নন কেউ। কারও কাছেই এখনও পৌঁছয়নি ডিজিটাল ইনভিটেশন কার্ড। প্রসঙ্গত, এর আগে মেট্রোর উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ না জানানোকে কেন্দ্র করে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় ভিক্টোরিয়ার অনুষ্ঠানে অমিত শাহর উপস্থিতিতে নৃত্য পরিবেশন করবেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী তথা ওড়িশি নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। নবদুর্গা থিমের উপরই তাঁরা পারফর্ম করবেন বলে জানিয়েছেন সৌরভপত্নী। সূত্রের খবর শাহর পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যপাল জগদীপ ধনকরও।