কথা ছিল পি-৭৫ প্রকল্পের আওতায় ভারতীয় নৌবাহিনীর জন্য ছয়টি ডুবোজাহাজ তৈরি করে দেবে ফরাসি প্রতিরক্ষা সংস্থা নেভাল গ্রুপ। তবে মাঝপথেই এবার সেই দায়িত্ব থেকে পিছু হঠল তারা। সংস্থার তরফে জানানো হয়েছে যে, ‘এয়ার-ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন’ (এআইপি) প্রযুক্তির জন্য প্রয়োজনীয় যে ব্যবস্থা নেওয়া উচিত তা এই ডুবোজাহাজে নেই। এআইপি হল এমন এক প্রযুক্তি যা ডুবোজাহাজকে দ্রুত গতিতে দীর্ঘ সময়ের জন্য সমুদ্রের জলের ভিতরে ডুবে থাকতে সাহায্য করে।
প্রসঙ্গত, ৪৩ হাজার কোটি টাকার এই প্রকল্পের জন্য বাছাই করা পাঁচটি আন্তর্জাতিক সংস্থার মধ্যে একটি ছিল নেভাল গ্রুপ। বাকি সংস্থাগুলিকে ছাপিয়ে নেভাল গ্রুপের হাতেই ডুবোজাহাজ তৈরির বরাত যায়। দুই ভারতীয় সংস্থার সঙ্গে এক যোগে ছ’টি ডুবোজাহাজ তৈরির কথা ছিল নেভাল গ্রুপের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমানে ইউরোপ সফরে রয়েছেন। বুধবারই ফ্রান্সের পুনর্নির্বাচিত প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে দেখা করার কথা তাঁর। সেই সফরের ঠিক এক দিন আগে এই ঘোষণা করল নেভাল গ্রুপ।