মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রিত্ব ও মুখ্যমন্ত্রিত্বের মেয়াদের পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে টানা দু’দিন ধরেই জোর চর্চা চলছে রাজ্য রাজনীতিতে।
২০২৪ সালে যদি মমতা প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন তা হলে আলাদা কথা, কিন্তু তা না হলে ২০৩৬ সাল পর্যন্ত তিনিই মুখ্যমন্ত্রী থাকছেন। এমনই চর্চায় ব্যস্ত ছিল রাজনৈতিক মহল। তবে এ নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার তারই পালটা দিলেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক তথা দলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, ‘এতদিন ধরে বলে আসছি, শুভেন্দু একটা গেঞ্জি-জাঙ্গিয়া সর্বস্ব নেতা। আজ নিজেই গেঞ্জি দেখিয়ে আমার কথাকে মান্যতা দিল। প্রথম থেকেই বাবা শিশির অধিকারীর ছায়ায় আর মমতাদির দয়ায় রাজনীতিতে উঠেছিল। এখন একের পর এক ভোটে হেরে মানুষ থেকে বিছিন্ন হয়ে পড়ে প্রবল মানসিক অবসাদে ভুগছে। সবে দেখছি উপরে জামা খুলে গেঞ্জি দেখিয়েছে, ভয় হচ্ছে এরপর না জানি নিচের দিকে নেমে আসে।’